দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠতে পারে—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর অঞ্চলসহ দেশের আটটি বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
এই কারণে রংপুর অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (০৮ এপ্রিল) রাতে প্রকাশিত আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—এই আটটি বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সাধারণ মানুষ ও নৌযান চালকদের এ সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে যারা নদীপথে চলাচল করেন তাদের ঝুঁকি এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।