কুড়িগ্রামের ফুলবাড়ীতে মসজিদ, মন্দির ও শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (০৭ আগস্ট) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন মসজিদ, মন্দির ও শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী শাখার শিক্ষার্থীরা উপজেলা সদরের কদচারী মাঠের মসজিদ, কেন্দ্রীয় দুর্গা মন্দির, কালি মন্দির ও ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের সকল ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
এরপর উপজেলা সদরের তিনকোণা মোড়ে যানজট নিরসনে কাজ করেন। এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সেখানে অংশ নেয়।
এ কর্মসূচীতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, ফুলবাড়ীতে কদচারী মাঠের মসজিদ, ফুলবাড়ী কেন্দ্রীয় মন্দির, কালি মন্দির ও জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।