গাইবান্ধায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনা সদস্য মারা গেছেন। ওই মোটরসাইকেলে থাকা আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সমঙ্গলবার (০১ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-সাঘাটা সড়কের পেয়ারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে।
নিহত সাবেক সেনা সদস্য মো: আজাদুল ইসলাম সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
স্থানীয়রা সূত্রে জনা গেছ, সাঘাটা থেকে আসা ১টি মোটরসাইকেলের সাথে অপরদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ৩ জন আরোী ছিটকে রাস্তার উপরে পড়েন। এ সময় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই সাবেক সেনা সদস্য মো: আজাদুল ইসলাম নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্য দুই জনকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।
গাইবান্ধায় ট্রাক চাপায় সাবেক সেনা সদস্যের মৃত্যুর বিয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো: মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।