মহান মে দিবস উপলক্ষে রংপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (০১ মে) সকালে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১টি র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ র্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। এরপর মহান মে দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো: মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো: সায়ফুজ্জামান ফারুকী, জেলা পুলিশ সুপার (এসপি) মো: ফেরদৌস আলী চৌধুরী।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মো: আকবর আলী। শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ রংপুর শাখার সাধারণ সম্পাদক এমএ মো: মজিদ। সভায় শ্রমিকদের প্রতিদিন ৮ ঘণ্টা কর্মঘণ্টা নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি প্রদানসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।