ময়মনসিংহ শহরের টাউন হল এলাকায় জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতাকর্মীরা সেখানে গিয়ে নির্মাণাধীন স্থাপনার ইটের দেয়াল ভেঙে দেন এবং পুরোনো ভবনের আসবাবপত্র ভাঙচুর করেন।
বিক্ষুব্ধদের অভিযোগ, এই বাড়িটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বিতর্কিত ‘দালাল মহল’ হিসেবে পরিচিত। তারা বলছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও রওশন এরশাদ ক্ষমতাকে সহযোগিতা করায় এই বাড়িকে প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে দেখছেন তারা।
সম্প্রতি ওই বাড়িটি ১২ বছরের জন্য ভাড়া নিয়ে একটি রেস্তোরাঁ নির্মাণের কাজ শুরু করেন কুটুম বাড়ি রেস্তোরাঁর মালিক বজলুর রহমান। এতে ক্ষোভ বাড়ে বৈষম্যবিরোধীদের মধ্যে। এর আগে গত ২৩ এপ্রিল ওই বাড়ির সামনে মানববন্ধন করে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ গড়ে তোলার দাবি জানায় তারা । দাবি না মানায় এদিন তারা সরাসরি গিয়ে স্থাপনাগুলো ভেঙে দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগরের যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদ বলেন, “ফ্যাসিবাদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত একটি বাড়িকে বাণিজ্যিক ভবনে রূপান্তরের চেষ্টা ইতিহাসবিরোধী। আমরা এটি মেনে নিতে পারি না।”
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
রেস্তোরাঁ মালিক বজলুর রহমানের শ্যালক আহসানুল করীম বলেন, “কোনো নোটিশ বা পূর্বঘোষণা ছাড়াই হামলা চালিয়ে নির্মাণসামগ্রীও লুট করে নিয়ে গেছে তারা।”
এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “ছাত্রদের দাবি বিবেচনায় নেওয়া হচ্ছে। বাণিজ্যিক স্থাপনা নির্মাণের বিষয়ে নতুন করে চিন্তা করা হবে।”