‘রগ কাটা’ পার্টিরা ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
সোমবার (৩০ ডিসেম্বর) ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় শীতার্তের মাঝে বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রফিকুল আলম মজনু বলেন, আওয়ামী লীগ দেশ ছাড়ার পর আরেক ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চলেছে দখলদারিত্ব। ‘রগ কাটা’ পার্টিরা এখন ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে। এদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, আমার দায়িত্ব এই আসনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিনিধিত্ব করা। আমাকে সংসদ সদস্য নির্বাচিত হতে হবে এমন কোনও কথা নেই। আমাদের মা খালেদা জিয়াকে আমরা নির্বাচিত করব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাতে কাজ করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম বলেন, বিএনপির নেতাকর্মীরা কেউ প্রতিষ্ঠান দখলের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।