রমজানে বাগেরহাটের বাজারে ছোলা, খেজুর ও চিনির দাম কিছুটা কমেছে। তবে বোতল জাত সয়বিন তেল, বেগুন ও লেবুর দাম বাড়ায় অস্বস্তি পড়েছেন রয়েছেন ক্রেতারা।
সোমবার (০৩ মার্চ) সকালে বাজারে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যেখানে গত কয়েকদিন আগেও এর দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা।
রমজান মাসে তীব্র রোদে সারা দিন রোজা রাখার পর অনেকেই লেবুর শরবতে চুমুক দিয়ে গলা ভেজাতে চান। তাই বাজারে লেবুর চাহিদা আগের তুলনায় একটি বৃদ্ধি হয়েছে। এই সুযোগ নিয়ে পণ্যটির দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।
বাজারে প্রতি পিস বিক্রি হচ্ছে ১৫ টাকায়। যেখানে গত কয়েকদিন আগে প্রতিপিস লেবু বিক্রি হচ্ছিলো ৫ থেকে ৬ টাকা। তবে রমজানের সময় সাধারণত ছোলা, চিড়া, মুড়ি ও খেজুরের দাম বাড়তি থাকে। তবে এই রমজানে এসব পণ্যের বাজার কিছুটা সহনীয় রয়েছে। গত ১ মাস আগে প্রতি কেজি ছোলা ১২০ টাকায় বিক্রি হলেও তা এখন ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
গেল বছর রমজান মাসে বাজারে সাদা চিনির দাম ১৪০ টাকা থাকলেও এবার তা ১২০ টাকা, আর মিস্ত্রি চিনি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়। বাজারে খেজুরের দাম প্রতি কেজি ৩০০ থেকে ২০০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে নিম্নমানের খেজুর প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা, আর উন্নত মানের খেজুর ১৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম কিছুটা সহনীয় থাকায় ব্যবসায়ী ও ক্রেতারা কিছুটা স্বস্তিতে রয়েছে।
এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, রমজানের শুরুতে বাজারে দাম কিছুটা বাড়লেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। খেজুরের দামও এখন পর্যন্ত সহনীয় রয়েছে বলে জানিয়েছেন তারা।