রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় সমন্বয়ক রাফির ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার অডিটোরিয়াম এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, রাউজান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গত বিকেলে উপজেলার অডিটোরিয়ামে গণ-অভ্যুত্থান, উত্তর বাংলাদেশ শীর্ষক আলোচনাসভা ও মতবিনিময়সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা সমন্বয়ক খান তালাত মাহামুদ রাফি ও রাসেল আহমেদ।
এছাড়াও রাউজান উপজেলার সমন্বয়ক, জেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে রাফির ওপর হামলার ঘটনা ঘটে।
রাউজানের ছাত্র প্রতিনিধি (সমন্বয়ক হিসেবে পরিচিত) এম আবেদীন সাজিদ বলেন, আবদুল্লাহ আল হামিদ নামের একজন পরিকল্পিতভাবে সমন্বয়ক রফির ওপর হামলা চালিয়েছে। তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানে-এর সদস্য। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, গতকাল উপজেলার অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের ভেতরে হট্টগোল হয়েছে। ঘটনার বিস্তারিত জানি না। কয়েক জন ছাত্র অভিযোগ দায়ের করার জন্য এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রোয়জনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।