রাজধানীতে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও ১৪ মামলার আসামি মো: লিটন হাওলাদার ওরফে কিলার লিটনকে (৪২) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হাজারীবাগের বাড়ৈখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতর লিটন ওরফে কিলার লিটন বরিশালের মেহেন্দিগঞ্জের বাজিত খাঁ গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিটন ওরেফে কিলার লিটন পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার নামে ডিএমপির হাজারীবাগ থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজি, মারধরসহ মারপিটসহ ১৪টি মামলা রয়েছে। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগের বাড়ৈখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।