রাজধানীতে ফেসবুক লাইভে এসে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর তানজিম তাসনিয়া (২৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাসনিয়া মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলো।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালবেলা রাজধানীর ধানমন্ডি ৯/১ এর নিজ বাসা থেকে তাসনিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জান্নাতুল ফেরদৌসী এ বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডির বাসার ২য় তলায় নিজেদের ফ্ল্যাটে একাই থাকতেন তানজিম তাসনিয়া। তাদের অন্য আরেক ফ্ল্যাটে থাকেন তার পরিবারের সদস্যরা। আজ ভোরে তারই ১ বন্ধুর মাধ্যমে সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা ৩য় তলায় ফ্ল্যাটে গিয়ে তাসনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে পরিবারের সদস্যরা উদদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীতে ফেসবুক লাইভে শিক্ষার্থীর আত্মহত্যার বিষয়ে এসআই আরও বলেন, পড়ালেখার পাশাপাশি তাসনিয়া মডেল হিসেবে কাজ করতেন। তবে তাসনিয়া খুব জেদি স্বভাবের ছিলেন। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করলো সেটি এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
তাসনিয়ার বড় ভাই তাহসিন জানান, আজ ভোররাতে তাসনিয়া ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করে। তারই এক বন্ধুর মাধ্যমে এ বিষয়টি জানতে পেরে আমরা ওই ফ্ল্যাটে গিয়ে তাসনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
তাসনিয়ার যে বন্ধু মৃত্যুর বিষয়টি পরিবারকে জানিয়েছেন তার ব্যাপারে প্রশ্ন করলে তাহসিন সেটি এড়িয়ে যান।