রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধ হয়েছেন।
এছাড়া ফ্লাইট লেফটেন্যান্টসহ আরও ৫ জন আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজ চত্বরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই সেটি দুর্ঘটনায় পড়ে। বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তিনি একাই ছিলেন।
মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান জানান,‘কলেজ চত্বরে বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে আমাদের একজন ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।’
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকেরা। ঘটনাস্থলে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার পর জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,‘উত্তরার এই বিমান দুর্ঘটনা একটি হৃদয়বিদারক ঘটনা। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেই চেষ্টাই হোক সবার।’ তিনি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে এই দুর্যোগে সহযোগিতার আহ্বান জানান।