রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এর ফলে সাধারণ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারাদেশের রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, রাজধানীর আগারগাঁও, গাবতলী, মোহাম্মদপুর ও বসিলা এলাকায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। তাদের এই বিক্ষোভ ও আন্দোলনের ফলে এসব এলাকার প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্কুল শিক্ষার্থী, চাকরিজীবী মানুষসহ সকল ধরনের যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: আনোয়ার হোসেন জানান, ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা রেললাইনের ওপর অবরোধ করে আন্দোলন করছে। এতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আজ সকাল ১০টা থেকে এখন পর্যন্ত রেল চলাচল বন্ধ আছে।
এদিকে, ঢাকার আগারগাঁওয়ে চার রাস্তার মোড়ে শত শত অটোরিকশাচালক সড়ক অবরোধ করেছেন। রিকশা চালানোর দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছেন। শেরেবাংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজম বলেন, সড়ক আটকে আন্দোলনের ফলে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো: রুহুল কবীর খান জানান, রাজধানীর মোহাম্মদপুর আগারগাঁও, নাখালপাড়াসহ বিভিন্ন এলাকার সড়ক বন্ধ করার খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।