রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিরাপত্তাহীনতার অভিযোগে ‘শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (১৩ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এ সময় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ, এবং আনসার সদস্যদের আরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।
এ ঘটনায় সংহতি জানিয়ে এক দিনের কর্মবিরতিতে নেমেছেন মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে তারা চিকিৎসাসেবা থেকে বিরত রয়েছেন।
গত বুধবার (৯ জুলাই) মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়।
সেই ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণেই এমন ঘটনা ঘটছে, যা তাদের জীবন ও শিক্ষাকে হুমকির মুখে ফেলেছে।
শিক্ষার্থীরা বলেন, চিকিৎসা শিক্ষার পরিবেশ ও হাসপাতালের কার্যক্রম ঠিক রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের মাত্রা আরও বাড়বে।