রাজধানীর শ্যামপুরে বাবার সাঙ্গে অভিমান করে এস এম জাকারিয়া জামি (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শ্যামপুর থানাধীর পশ্চিম ধোলাইপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। তিনি আহসানুল্লাহ ইউনিভার্সিটির বিবিএ ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল।
জানা গেছে, বুধবার (২০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে জাকারিয়া বাসার বাহিরে বের হতে চেয়েছিলেন। তার বাবা বারণ করায় বাবার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে পরিবারের সবার অগোচরে তার রুমে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেচিয়ে ফাঁস দেয়।
পরে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় তাকে নামিয়ে বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ।
রাজধানীর শ্যামপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা’র বিষয়ে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।