বিশেষ কিছু সংস্কার শেষ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যে দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার সরে যাবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলার বেলাবো উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা এখান থেকে সরে যাবো। তারাই দেশ চালাবে। তবে আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে পুনরায় যেনো ছাত্র-ছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়। নিষ্পাপ ছেলে-মেয়েদের প্রাণ আর যেনো না ঝরে।
ভারতের সাথে সম্পর্ক নিয়ে এ উপদেষ্টা জানান, আমরা সকল দেশের সঙ্গে সু-সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা সবসময়ই ভালো সম্পর্ক চাই। তবে সেটা দু’পক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে।