রাজশাহীতে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) বেলা ৩টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহীতে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জামিরুল ইসলাম বলেন, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানের ভিতর ঢুকে যায়।
এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ৫ জনকে রামেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন আইয়ুব আলী লাবু (৩৫) তার ২ বোন শারমিন ও পারভিন বেগম, হৃদয় এবং ইনসাফ আলী।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (এম এ) মো: জলিল বলেন, হাসপাতালে যে ৫ জনকে আনা হয়, তাঁদের মধ্যে ২ নারীসহ ৪ জন মারা গেছেন। আহত অন্য ১ জনের অবস্থাও সংকটাপন্ন।