রাজশাহীর পদ্মায় গোসল করতে নেমে পানিতে ডুবে প্রান গেল ৩ কিশোরের। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে মহানগরীর শ্যামপুর বালুর ঘাট দিয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা ৩ জন নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিকেল ৩টার দিকে তাদের ৩ জনের মরদেহ উদ্ধার করেন।
নিহতরা হলো, পবা উপজেলার কাটাখালির বাখরা বাঁশ দক্ষিণপাড়া এলাকার রেন্টুর ছেলে যুবরাজ (১২), মো: লিটনের ছেলে আরিফ (১৪), মো: নুর ইসলামের ছেলে মো: নুরুজ্জামান (১৪)। তারা ৩ জনই মাদরাসার শিক্ষার্থী ছিলো।
রাজশাহীর পদ্মায় গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার মো: আবু সামা জানান, মঙ্গলবার দুপুরের দিকে ওই ৩ কিশোর একসাথে নদীতে গোসল করতে নামে।
এসময় তারা নদীর স্রোতের তোড়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পদ্মা নদীতে তাদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেন। পরে বিকেল ৩টার দিকে ঘটনাস্থলের পাশ থেকেই ৩ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।