জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেরিন পারভীন (১০) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের ফতেপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত পারভীন ওই গ্রামের মো: জোবায়ের ইসলামের মেয়ে এবং চাটখুঁর আলিম মাদরাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থী
পরিবার ও এলাকাবাসী সূত্রে জনা গেছে, পারভীন সন্ধ্যার দিকে বৈদ্যুতিক বোর্ডে মোবাইল ফোন চার্জে লাগাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় পরিবারের লোকজন পারভীনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলার মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক পারভীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।