নাটোর সদরে কান্নায় বিরক্ত হয়ে মুরসালিন নামে ৩ মাসের এক শিশু সন্তানকে দেয়ালে আছড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মো: ইয়াসিন আলী নামে এক পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের নারায়ণপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও মস্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বাবার বাড়ি থেকে শিশু মুরসালিনকে টিকা দিয়ে আনেন মা রুপা বেগম। পরদিন বুধবার স্বামীর বাড়িতে আসেন। ওই দিন দুপুরে রান্না শেষ করে ছেলেকে রেখে পাশের বাড়িতে পানি নিয়ে আসতে যান মা রুপা। এ সময় শিশুটি কান্না শুরু করলে বাবা ইয়াসিন আলী রেগে যায়। একপর্যায়ে কান্নায় বিরক্ত হয়ে শিশুটিকে কোলে তুলে ঘরের ইটের দেয়ালে আছাড় দেন।
মা রুপা বেগম পানি নিয়ে বাড়ি ফিরে দেখেন তার সন্তান অচেতন অবস্থায় পরে রয়েছে। নাখ, মুখ ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন। ওই সময় দ্রুত পাশের বাড়িতে নিয়ে শিশুর মাথায় পানি দেন মা। পরে শিশুটিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা মো: খলিল জানান, রাস্তার মধ্যে ছোট ভাইয়ের বৌয়ের সাথে দেখা হয়। সে কান্নাকাটি করে বলতে থাকে ভাই আমার সন্তানকে বাঁচান। আমার ছেলেকে মেরে ফেলেছে। এরপর হাসপাতালে নিলে ডাক্তাররা বলে শিশুটি মারা গেছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী জানিয়েছেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর বাবাকে আটক করেছে। নিহত শিশুর ময়নাতদন্ত হবে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করা হবে।