দুই হাত নেই, নেই ডান পা-ও। বাম পা থাকলেও তা স্বাভাবিক আকারের চেয়ে অনেকটা ছোট। শারীরিক সক্ষমতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও লেখা-পড়ার প্রতি প্রবল আগ্রহ রয়েছে মাদ্রাসা ছাত্র মো: রাসেল মৃধার। দুই হাত নেই তাই তো এক পা’য়ের আঙুলের ফাঁকে কলম দিয়ে লিখে এবারের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করছেন রাসেল।
রবিবার (৩০ জুন) নাটোরের আল মাদরাসাতুল জামহুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তিনি। রাসেল এর আগে, ২০২২ সালে একইভাবে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ৩.৮৮ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।
রাসেল মৃধা নাটোরের সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর মো: আব্দুর রহিম মৃধার ছেলে ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী। রাসেলের পরিবারে আর্থিক সমস্যা থাকলেও লেখা-পড়ার প্রতি আলাদা স্পৃহা দেখে তার মা-বাবা সবসময় তাকে উৎসাহ জুগিয়েছেন।
রাসেলের বাবা আব্দুর রহিম মৃধা জানান, আমার ছেলের লেখা-পড়ার প্রতি প্রবল আগ্রহ আছে। তাই অনেক কষ্টে থাকলেও ছেলেটাকে ভালোভাবে পড়াশোনা করাতে চাই। আমাদের আশা, লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। আশা করছি দেশের সরকার একসময় রাসেলের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে।
এ বিষয়ে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোতাররফ হোসেন জানান, শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও রাসেলের লেখাপড়ার প্রতি আগ্রহ আছে অনেক। রাসেল মৃধা এ বছর আমাদের প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছে। বিগত পরীক্ষাগুলোতেও রাসেল ভালো ফলাফল করেছে। আমরা আশাবাদী সে এবারেও ভালো কিছু করবে।