বগুড়ায় ‘টোকাই’ সাগর হোসেন তালুকদার (৩৫) ও তাঁর সহযোগী স্বপনকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপাড়া গ্রামে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পুলিশের ধারণা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত সাগর তালুকদার সাবরুল বাজার এলাকার মো: গোলাম মোস্তফা তালুকদারের ছেলে এবং স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী ছিলেন। তার সহযোগী মো: স্বপন সাবরুল তালুকদার পাড়ার মো: সাইফুল ইসলামের ছেলে।
জনা গেছে, রবিবার সন্ধ্যা ৬টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপাড়া গ্রামে সহযোগীদের নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন সাগর। এ সময় মোটরসাইকেল করে আসা বেশ কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে সাগর ও তার ২ সহযোগীকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সাগর ও স্বপনের মৃত্যু হয়। আহত আরেক সহযোগীকে দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমকে) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো: জিদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার মো: আবদুর রশিদসহ জেলা পুলিশের সব শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো: আবদুর রশিদ জানিয়েছেন, বগুড়ায় ‘টোকাই’ সাগর ও তার এক সহযোগী প্রতিপক্ষের হামলায় মারা গেছেন। তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা যায়নি। নিহত সাগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। দুইটি হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজিসহ প্রায় ১২টি মামলার আসামি ছিলেন সাগর।
এর আগে, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর সাবরুল বাজার থেকে মোটরসাইকেল যোগে বগুড়া শহরে যাওয়ার পথে মাথাইলচাপড় এলাকায় কলেজ শিক্ষক ও আ. লীগের নেতা মো: শাহজালাল তালুকদার ওরফে পারভেজকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। কারাগারে থেকেই এ হত্যাকাণ্ডের নেপথ্যে কলকাঠি নাড়ার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী সাগর হোসেনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।