রাণীনগরে জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। নওগাঁর রাণীনগরে জেল হত্যা দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির প্রথমে শুক্রবার (৩ নভেম্বর) সকালে উপজেলার রেলস্টেশন সংলগ্ন উপজেলা আওয়মীলীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে আইনজীবীদের স্মরণে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচিতে আলোচনা সভার শুরুতেই দেশের সকল শহীদদের স্মরেণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আওয়ামীলীগের উপজেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল বারেক মোল্লার সভাপতিত্বে মোঃ আব্দুল খালেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক জার্জিস হাসান মিঠু, যুগ্ম সম্পাদক ফরিদা বেগম, গোলাম হোসেন আকন্দ, সদস্য রাহিদ সরদার প্রমুখ।
এসময় বক্তারা দেশের জন্য জাতীয় চার নেতার ভুমিকার কথা উল্লেখ্য করে বলেন শুধু মুখেই নয় এই বীরদের আদর্শকে আগামীর নিজেদের পরিবারকে আদর্শ ও জাতি গঠনে পরিবার হিসেবে গড়ে তুলতে পাথেয় হিসেবে গ্রহন করতে হবে এবং প্রতিটি কাজ সেই আদর্শের সাথে সম্পন্ন করতে হবে। তবেই দেশের জন্য এই বীর শহীদদের আত্মত্যাগ সার্থক হবে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু তার পরিবারের সকল শহীদ এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামরা করেন বিশ্বের সকল দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।