দেশের ৬টি অঞ্চলে আজ রাতেই ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত এই ঝড়ো পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এই ছয় অঞ্চলের আভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যাত্রীবাহী নৌযান এবং মাঝারি আকারের নৌযানকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে রাতের সময় চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের অন্য এক পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কৃষক, জেলে ও সাধারণ মানুষদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।