বরগুনায় রাষ্ট্রদ্রোহী মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান নশাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের টাউন হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা গেছে, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ আগস্ট বরগুনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এরপর ১২ আগস্ট শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের মোবাইল ফোন কথা বলার একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার একটি পরিকল্পনা হয়। পরে দেশের প্রচলিত আইন অনুসারে বিষয়টি রাষ্ট্রদ্রোহিতার শামিল হওয়ায় বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শামীম বাদী হয়ে দণ্ডবিধির ১২৪ ধারায় বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায়
মো: মনিরুজ্জামান নশাকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, পুলিশের দায়ের করা রাষ্ট্রদ্রোহী মামলায় আওয়ামী লীগ নেতা ও কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান নশাকে গ্রেফতার করা হয়েছে।