রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের সড়কে ৩ ব্যক্তি অবস্থান নিয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে এই ৩ ব্যক্তিকে বঙ্গভবনের সামনের সড়কে বসে থাকতে দেখা যায়।
৩ ব্যক্তির ভাষ্য মতে, তারা মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছেন। রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত এখান থেকে যাবেন না তারা।
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে অবস্থান করা ৩ জনের মধ্যে ইব্রাহিম সাব্বির নামের এক ব্যক্তি বলেছেন, তিনি শিক্ষার্থী। তারা ৩ জনই মঙ্গলবার সন্ধ্যায় এখানে আসেন। তারা মোট ৭ জন এখানে সারা রাত অবস্থান করেন। কয়েকজন অসুস্থবোধ করায় তারা (অসুস্থ ব্যক্তিরা) এখান থেকে চলে গেছেন। কিন্তু তারা ৩ জন থেকে গেছেন। সকালে তাদের সাথে একজন নারী যোগ দেন। তিনি আশপাশেই রয়েছেন।
বঙ্গভবনের সামনের সড়কে অবস্থান নেয়া এই ৩ ব্যক্তিকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। বঙ্গভবনের ফটকের সামনে বিজিবি, র্যাব, এপিবিএন ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সেখানে সেনাসদস্যরাও রয়েছেন।