তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্পষ্টভাবে জানিয়েছেন, কোনোভাবেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না। শুক্রবার (২১ মার্চ) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
তিনি লিখেছেন, “গত কয়েক মাসে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর কঠিন কাজে নিয়োজিত ছিলাম। আস্থা ফিরিয়ে আনা ও কার্যকর প্রশাসন গঠন করা অত্যন্ত জটিল প্রক্রিয়া। তবে শক্তিশালী, জবাবদিহিমূলক এবং কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্যের ভিত্তি হলো পুনর্গঠিত এসব প্রতিষ্ঠান।”
মাহফুজ আলম আরও বলেন, “সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতর লুকিয়ে থাকা অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনেছে। তদন্ত শেষে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের হাতও পরিষ্কার করতে হবে। কিন্তু কোনো পরিস্থিতিতেই জনগণকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিপরীতে দাঁড় করানো যাবে না।”
তিনি মনে করেন, দেড় দশকের ফ্যাসিবাদ শাসন অনেক জটিলতা রেখে গেছে, যা সংস্কার ও পরিবর্তনের প্রয়োজন। তবে এই পরিবর্তন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। “ঐক্য পুনরুদ্ধার হোক, তবে সহিংসতা নয়। রাষ্ট্রে স্থিতিশীলতা থাকলে সংস্কার ও বিচারের কাজ আরও দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।