রাষ্ট্র মেরামত ছাড়া আমারা বিদায় নিলে এই প্রজন্ম অন্তর্বর্তীকালীন সরকার’কে কাঠগড়ায় দাঁড় করাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসে’র প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এনডিএম এর আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিগত ১৬ বছরের আন্দোলন আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। বর্তমান অস্থিরতা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা সংস্কারের কথা বলছি। আমরা কেমন বাংলাদেশ চাই তা নিয়ে এখনও যে আলোচনা-সমালোচনা চলছে আমরা সেটাই চেয়েছিলাম।
আগামী মাসের ৩১ তারিখে সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেবে বলে উল্লেখ করে শফিকুল আলম বলেন, প্রতিবেদন নিয়ে আলোচনা হবে। রাষ্ট্র মেরামত না করেই যদি অন্তর্বর্তীকালীন সরকার চলে যায়, তাহলে এই জেনারেশন আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে।