রাস্তার পাশে একটি বসতবাড়িতে পণ্যবাহী একটি ট্রাক উল্টে গিয়ে একই পরিবারের ৩ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (০৩ এপ্রিল) রাত ১২টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, হাকিমপুর উপজেলায় সিপি রোডের বাসিন্দা মো: ছোটন মুন্সি। বুধবার রাতে প্রতিদিনের মতো তিনি পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। অপর কক্ষে তার স্ত্রী মোছা: মিনারা আক্তার, ৫ বছর বয়সী মেয়ে সাদিয়া আক্তার এবং শাশুড়ি ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে দেখেন ১টি ট্রাক তার ঘরে উপর উল্টে গিয়েছে।
ঘরের চালার নিচে চাপা পড়ে আছেন তার স্ত্রী, মেয়ে এবং শাশুড়ি। এমন অবস্থা দেখে চিৎকার করেন ছোটন মুন্সি। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রতিবেশীদের সহযোগিতায় একে একে স্ত্রী, সন্তান ও শাশুড়িকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে জয়পুরহাট থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী মুরগির খাদ্য বোঝাই ১টি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছোটন মুন্সির ঘরের উপরে উল্টে যায়। এতে ঘরের টিনের চালা এবং দেয়াল ধসে পড়ে তার পরিবারের ৩ জন সদস্য গুরুতর আহত হন।
রাস্তার পাশে ট্রাক উল্টে যাওয়ার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দুলাল হোসেন বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিপি রোডের বাসিন্দা ছোটন মুন্সির বসতবাড়ির ওপর উল্টে যায় এবং চালক ও তার সহযোগী সেখান থেকে পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। সেই সাথে ট্রাক চালক ও তার সহযোগীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।