বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা-ভবানীপুর সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শহরের শেরুয়া বটতলা বাজার এলাকায় পরিচালিত এই অভিযানে সকল অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক খানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, শেরপুর থানা উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন ও সংগীয় ফোর্স।
এছাড়া, শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলমও অভিযানে সক্রিয় ভূমিকা রাখেন।
স্থানীয়দের মধ্যে অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি জায়গা দখলমুক্ত করা জরুরি ছিল। আগে থেকেই দখলদারদের নোটিশ দেওয়া হলেও তারা স্থাপনা সরায়নি, যা জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম বলেন, “সরকারি জায়গা দখল করে কেউ পার পাবে না। নিয়মিত অভিযান চলবে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের প্রতি সরকারি সম্পত্তি দখল না করার আহ্বান জানানো হয়েছে।