রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপি।জামায়াত-বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে ঢাকা উত্তরায় পিকেটিং ও সড়ক অবরোধ করেছেন জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে হাউজ বিল্ডিং এলাকায় রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।
বিএনপি’র মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ মাধ্যমে ওই মিছিলের কথা জানানো হয়েছে।
একটি ছবিতে ও রিজভীকে মিছিলের সামনের অংশে দেখা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিছিলে রিজভী ছাড়াও রাজধানীর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গত (২৮ অক্টোবর) শনিবার রাজধানীতে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর আটক হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর থেকে অজ্ঞাত স্থান থেকে দলটির কর্মসূচি ঘোষণা করে আসছেন রুহুল কবির রিজভী। দ্বিতীয় দফার অবরোধ চলাকালীন সোমবার (৬ নভেম্বর) প্রকাশ্যে এসে ঢাকার খিলগাঁও এলাকায় মিছিল করেন রিজভি।
এদিকে ঢাকার আরামবাগ মোড়ে দলের ঢাকা বিভাগীয় সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার পতনের হুমকি দিয়ে বিএনপি’র নেতা-কর্মীরা নিজেরাই এখন গুহায় ঢুকে গেছেন। গত (২৮ অক্টেবর) এর পর নাকি শেখ হাসিনা সরকারকে খুঁজে পাওয়া যাবে না, এখন তো তাদেরই খুঁজে পাওয়া যায় না। এখন রিজভী গেছেন গুহায়! গুহা থেকে প্রেস কনফারেন্স করেন।