ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত হানা দিয়েছে। ব্যাংকের ব্যবস্থাপক শেখর মণ্ডলসহ কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদেরকে একদল ডাকাত জিম্মি করে রেখেছে। ডাকাতদের আটক ও জিম্মিদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশপাশের এলাকা ঘিরে রেখেছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।
স্থানীয়রা জানান, আজ দুপুর ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় একদল ডাকাত প্রবেশ করে। এরপর ব্যাংকের ব্যবস্থাপক শেখর মণ্ডলসহ কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত গ্রাহকসহ সবাইকে সংঘবদ্ধ ডাকাত জিম্মি করে। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।
পুলিশ জানায়, অস্ত্রের মুখে ব্যাংকের সদস্যদের সংঘবদ্ধ ডাকাত জিম্মি করেছে। ব্যাংকের ভেতরে প্রায় ১০ জন ব্যাংক কর্মকর্তা ও ১৫ জনের মতো গ্রাহক জিম্মি আছেন বলে ধারণা করা হচ্ছে। ডাকাতদের আটক ও জিম্মিদের উদ্ধারে পুলিশ, র্যব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছেন।