র্যাবের (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নাম ও পোশাক পরিবর্তনসহ পুনর্গঠন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, সভায় র্যাবের নাম ও পোশাকের বিষয়ে আলোচনা হয়েছে। এই সংস্থাটিকে নতুন করে আবারও গঠন করা হবে।
তিনি আরও বলেন, র্যাবের নতুন নাম ও পোশাকের বিষয়ে সবার মতামত নেওয়া হচ্ছে। পরবর্তী সভায় র্যাবেন নাম ও পোশাকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০০৪ সালে শীর্ষ সন্ত্রাসী, দাগী ও দুর্ধর্ষ জঙ্গি দমনের জন্য এলিট ফোর্স হিসেবে পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গড়ে তোলা হয়েছিল ।