চট্টগ্রামের চান্দগাঁওয়ে র্যাব-৭ কার্যালয়ের নিজ কক্ষ থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৭ মে) দুপুরে এই ঘটনা ঘটে।
র্যাব-৭–এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, পলাশ সাহা তৃতীয় তলায় নিজের কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ একটি গুলির শব্দ শুনে আশপাশের র্যাব সদস্যরা সেখানে ছুটে যান। কক্ষে ঢুকে তারা পলাশ সাহাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর মাথায় গুলির চিহ্ন ছিল।
সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে পলাশ সাহার টেবিলে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য মা ও বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। আমার বউ যেন সব সেনা নিয়ে যায় ও ভালো থাকে। আমার মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর, তারা যেন মাকে ভালো রাখে। সোনা বাদে যা কিছু আছে তা সব মায়ের জন্য। এ বিষয়ে দিদি যেন কো-অর্ডিনেট করে।
র্যাব কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, পলাশ সাহা নিজের সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
উল্লেখ্য, পলাশ সাহা ছিলেন ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। র্যাব-৭–এ যোগদানের আগে তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। তাঁর সহকর্মীরা জানান, পলাশ সাহা দায়িত্বশীল ও কর্মনিষ্ঠ একজন কর্মকর্তা ছিলেন।
ঘটনার পর থেকে র্যাব সদর দপ্তর ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।