লক্ষ্মীপুরের কমলনগরে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান থেকে চুরি হওয়া ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহিকে ৪ দিন পর উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কমলনগর থানার ৫০ গজ দূরে উপকূল সরকারি কলেজের সামনের রাস্তা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ১টার দিকে লক্ষ্মীপুর থেকে রামগতিগামী সড়কের উপকূল সরকারি কলেজের সামনে রাস্তার পাশে শিশুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে ওই শিশুকে উদ্ধার করে কমলনগর থানায় নিয়ে আসে।
পরবর্তীতে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চুরি হওয়ার পর বিভিন্ন জায়গায় পুলিশের অভিযানের একপর্যায়ে অপহরণকারীরা শিশুটিকে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে ২য় শ্রেণির শিক্ষার্থী সাবিহা ইসলাম মিহি এবং ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহিকে নিয়ে তোরাবগঞ্জের অগ্রণী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যান তাঁর মা মরিয়ম বেগম। এরপর দুপুরে অজ্ঞাত এক নারী শিশু ওহিকে চুরি করে নিয়ে যায়।
লক্ষ্মীপুরের কমলনগরে চুরি যাওয়া শিশু উদ্ধারের বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তহিদুল ইসলাম জানান, চুরি হওয়ার ৪ দিন পর সুস্থ অবস্থায় রাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ওই নারীকে এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। তাকে চিহ্নিত করে আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।