দক্ষিণ/পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হচ্ছে, এতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো: ওমর ফারুক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লঘুচাপ এর কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হবে। লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে, যা আগামী সপ্তাহজুড়ে চলমান থাকতে পারে।
অন্যদিকে দিনের আবহাওয়া বার্তায় জানা গেছে, বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগের ২৬-৫০ শতাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের ২৫ শতাংশ স্থানে বৃষ্টিপাত হতে পারে।
এসময় সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলানা বিভাগের পাশাপাশি রাজশাহীতেও ৫০ শতাংশ স্থানে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৭৫ শতাংশ স্থানে বৃষ্টিপাত হতে পারে।
এসময় সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।