লালমনিরহাটের হাতীবান্ধায় বড়খাতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আরও কয়েকটি দোকানের কিছু আংশ পুড়ে যায়। বুধবার (২৪ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, বুধবার ভোর রাতে বড়খাতা বাজারে ১টি প্লাস্টিকের দোকানে থেকে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৯ টি দোকান, নগদ টাকা এবং মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
লালমনিরহাটের হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো: মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৯টি দোকানের মালামাল সম্পুর্ণ পুড়ে গেছে।