লালমনিরহাটে গুলি করার পর মো: লিটন মিয়া (১৯) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ-এর সদস্যরা। সোমবার (২৫ মার্চ) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর বিওপি সীমান্তের ৯২৩ নং পিলারের কাছে ভারতের ৭৫ গজ অভ্যন্তরে ভারতীয় অংশে এ ঘটনা ঘটেছে।
আটত লিটন মিয়া আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের মো: মোকছেদুল রহমানের ছেলে।
লালমনিরহাটে গুলি বিদ্ধ যুবকের বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, কোচবিহার জেলার সিতাই থানার কৈমারী ক্যাম্পের টহলরত বিএসএফের গুলিতে বাংলাদেশি ওই যুবক গুরুতর আহত হয়। পরে বিএসএফ-এর সদস্যরা লিটন মিয়াকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি-বিএসএফ পর্যায়ে এখনো কোন প্রকার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি।
তবে বিএসএফ-এর বরাতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, লিটন মিয়া নিহত হননি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।