ছয় দফা দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের নাম লাল কাপড়ে ঢেকে দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার (২০ এপ্রিল) দুপুরে ‘রাইজ ইন রেড’ কর্মসূচির আওতায় তারা এই প্রতীকী প্রতিবাদ জানায়।
আজ দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস চত্বর থেকে শুরু হয়ে ইনস্টিটিউটের গেটে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত মূল ফটকের নাম ঢেকে রাখা হবে।
শুধু পলিটেকনিকই নয়, আন্দোলনে একাত্মতা প্রকাশ করে একই দিন বগুড়ার নওদাপাড়া এলাকায় বিক্ষোভ করেছে টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও।
এ আন্দোলনের সূত্রপাত গত ১৫ এপ্রিল, বগুড়া শহরের সাতমাথায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে। সেখানে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করে।
সেই দাবিগুলো হলো, হাইকোর্টের রায় প্রত্যাহার, নিয়োগবিধি সংশোধন, শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, আলাদা ‘কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়’ গঠন এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।
দাবি আদায়ে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে কারিগরি শিক্ষার্থীরা। এর মধ্যে রয়েছে, কাফনের কাপড় মাথায় পড়ে বিক্ষোভ, মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ও বনানী মোড় এবং ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ।
এছাড়াও আন্দোলনে বাধা দেয়া অভিযোগে ১৭ ও ১৮ এপ্রিল সন্ধ্যার দিকে কারিগরি শিক্ষার্থীরা মশাল মিছিলও করেছ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।