বগুড়ার শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাম চোখের কোণে এবং শরীরের পেছনে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
খবর পেয়ে রাতেই শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো: তাসনিমুজ্জামানসহ শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন তাকেদেখতে হাসপাতালে ছুটে যান। এ সময় নাগরিক ঐক্যের নেতা-কর্মীরা এ ঘটনার জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনুজ্জামান শাহীন বলেন, গত রাতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে তিনি ছুরিকাঘাতে আহত হন। এ বিষয়ে আমাদের কাছে এখনও তিনি কারও নাম বলেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।