ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে।
শনিবার (০৮ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ী মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে৷ এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক মানিক করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সদস্যরা জানান, আজ সকালে প্রথামিক বিদ্যালয়ের অতিরিক্ত ক্লাসের জন্য স্কুলে যায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। ওই ক্লাসটি শেষে তাকে বাদে সকল শিক্ষার্থীকে চলে যেতে বলেন ওই স্কুলের সহকারী শিক্ষক মানিক। এসময় সবাই চলে গেলে রুমে দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শিক্ষক মানিক।
তারা আরও জানান, পরে তার মোটরসাইকেল করে ভুক্তভোগী শিক্ষার্থীকে বাড়ির পাশে রেখে যায় মানিক। ভুক্তভোগী ছাত্রী বাড়িতে ফিরে তার পরিবারের কাছে কান্নাকাটি ঘটনাটি বললে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, আজ সকালে স্কুল তেখে বাড়ি ফিরে আমার মেয়ে কান্নাকাটি করে বলে মানিক মাস্টার তার সঙ্গে খারাপ কাজ করেছে। কেন আমার মেয়ের সঙ্গে এমন কাজ করলো। আমরা এর বিচার চাই।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।