শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত উপবৃত্তির টাকা আত্মসাৎ করার অভিযোগে বগুড়ার সারিয়াকান্দির নিজবলাইল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো: জাহাঙ্গীর আলমকে জেলা করাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৩০ জুন) বগুড়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালে নিজবলাইল ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় টিউশন ফির ৩৭ হাজার টাকা সরকারি তহবিল থেকে বগুড়া থানা রোডে অবস্থিত অগ্রণী ব্যাংকে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, এই টাকা শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করার কথা ছিল।
অভিযোগ উঠেছে, তৎকালীন মাদরাসা সুপার মো. জাহাঙ্গীর আলম কারো অজান্তে ওই টাকা নিজেই উত্তোলন করে আত্মসাৎ করেন।
ঘটনার প্রায় দুই বছর পর, ২০২৩ সালের ২৩ মে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহামুদ রুবেল আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর তদন্তে নামে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম। দীর্ঘ তদন্ত শেষে তিনি অভিযোগের সত্যতা পেয়ে ২০২৩ সালের ২ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন। আজ মামলার শুনানি ছিল। আদালতে হাজির হয়ে জাহাঙ্গীর জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী সুলতান মাহামুদ রুবেল বলেন, “উপবৃত্তির টাকা আত্মসাৎ ছাড়াও সুপার জাহাঙ্গীরের বিরুদ্ধে আরও অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। শিক্ষক নিয়োগে প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।”