জুলাই-আগস্ট আন্দোলনের সময় শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য অপব্যাখ্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
সোমবার (৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
আইনজীবী আমির হোসেন বলেন, “এই অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার (শেখ হাসিনা) বক্তব্যের অপব্যাখ্যা করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।”
এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানিতে বলেন, “শেখ হাসিনা কিংবা কামাল কারও বিরুদ্ধেই এ ধরনের অভিযোগ টিকবে না। তারা সম্পূর্ণভাবে নির্দোষ। রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা দায়ের করা হয়েছে।”
এ কারণে তিনি শেখ হাসিনা ও কামালের মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। তবে একই মামলার আসামি সাবেক আইজিপির পক্ষে এ ধরনের কোনো আবেদন করা হয়নি।
শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায়, তিন আসামির বিচার শুরু হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে বৃহস্পতিবার (১০ জুলাই)।
অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, “অভিযোগ সত্য না মিথ্যা তা প্রমাণিত হবে সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে।”
তিনজনের বিরুদ্ধেই হত্যাযজ্ঞে নির্দেশনা, উসকানি, প্ররোচনা ও সম্পৃক্ততা এই পাঁচটি অভিযোগ আনা হয়েছে বলে তিনি জানান।