চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ কেজি গাঁজাসহ এক গৃহবধূকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। অভিযানের সময় গৃহবধূর স্বামী পালিয়ে যায়। ওই দম্পতি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে অধিদফতর।
বুধবার (২১ মে) বিকেলে ডিএনসির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে কানসাট ইউনিয়নের গোপালনগর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানে চাঁদনী বেগম (৩৫) নামের এক নারীকে গাঁজার বড় চালানসহ আটক করা হয়। তার স্বামী হাবিবুর রহমান হবু (৪২) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ইলিয়াস হোসেন জানান, অভিযানে মোট ১১ কেজি গাঁজা জব্দ করা হয়। চাঁদনী ও তার স্বামী হবু মিলে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। প্রশাসনের চোখ ফাঁকি দিতে বিভিন্ন ভাড়া বাসায় বসেই চালানো হচ্ছিল এই ব্যবসা।
তিনি আরও জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক হাবিবুর রহমান হবুকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, চাঁদনী বেগমকে জিজ্ঞাসাবাদের পর আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ধরনের মাদক চক্র ভেঙে দিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।