শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ওবায়দুর রহমান। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব জমিলা শবনমের স্বক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ দ্রুত কার্যকর করা হবে।