দেড় বছরের এক শিশুর বাম চোখে সমস্যা নিয়ে রাজধানীর ধানমণ্ডির আই হসপিটালে ভর্তি করা হয়। তবে ভুলবশত শিশু ইরতিজারের বাম চোখ বাদ দিয়ে ডান চোখে অপারেশন করেন চিকিৎসক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে এ ঘটনাটি ঘটে।
শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ‘হসপিটালে যাওয়ার পর চিকিৎসক বাম চোখের মধ্যে ময়লা জাতীয় বস্তু থাকার কথা নিশ্চিত করেন এবং সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা শেষে অপারেশন কক্ষে নিয়ে যান।
অপারেশনের পর দেখা যায়, ইরতিজারের বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করা হয়েছে। বিষয়টি জানার পর চিকিৎসক আবারো শিশুটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যান এবং বাম চোখের অপারেশন সম্পন্ন করেন।’
এ ঘটনায় ভুক্তভোগী শিশু ইরতিজারের মা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, অপারেশনের পর চিকিৎসক রোগীকে ছাড়পত্র না দিয়েই সেখান থেকে পালিয়ে গেছেন।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানিয়েছেন, ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরাধ যেই করুক, কাউকে ছাড় দেয়া হবে না।