চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। নগরীর আলোচিত ডাবল মার্ডার মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বহদ্দারহাটের বাড়ইপাড়া এলাকা থেকে আটক করা হয়।বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তামান্না শারমিন নগরীর এক্সেস রোডে সংঘটিত দুইজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে হুকুমদাতার ভূমিকা থাকার তথ্য মিলেছে।
পুলিশ জানায়, গত ৩০ মার্চ চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার এক্সেস রোডে একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে গাড়ির দুই আরোহী নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতদের মধ্যে একজনের নাম বখতিয়ার হোসেন মানিক।
এ ঘটনায় নিহত মানিকের মা ফিরোজা বেগম গত ১ এপ্রিল বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় কারাবন্দি সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী তামান্না শারমিনকে হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়।
পুলিশের ধারণা, সাজ্জাদ ও সরোয়ার হোসেনের মধ্যে পূর্ববিরোধ থেকেই এই হামলার ঘটনা ঘটে।