নিজের সুবিধামতো সময়ে যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এ ক্ষেত্রে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “যখন সুবিধাজনক মনে করবো, তখন রাজনৈতিকভাবে সক্রিয় হবো। এনসিপি ছাড়াও অন্য যেকোনো দলের সঙ্গে যুক্ত হতে পারি।”
এ সময় নিজের সম্পদের হিসাব জমা না দেওয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি। আসিফ মাহমুদ জানান, এখনো শিক্ষার্থী হওয়ায় তার কোনো আয়কর নথি বা টিন ছিল না, এজন্যই সম্পদের হিসাব দিতে পারেননি। তবে ভবিষ্যতে আয়কর রিটার্ন জমা দিয়ে নিয়ম অনুযায়ী সম্পদের বিবরণ জমা দেবেন বলে আশ্বাস দেন তিনি।
তার ব্যক্তিগত সহকারী (পিএস) সংক্রান্ত সাম্প্রতিক বিতর্ক নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। তিনি জানান, তার পিএস স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং নিয়ম মেনেই চাকরি ছেড়েছেন। অভিযোগ করে বলেন, এখনো কিছু ‘পাওয়ার হাউজ’ মিডিয়া চাপে সংবাদ প্রকাশ করাচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসন্ন দুই মাসে কয়েক হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।