শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

‘শুধু সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই পরিচয় ছিল’: আদালতে মডেল মেঘনা

বিশেষ সংবাদ

চাঁদাবাজি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দাবি করেছেন, তাঁর পরিচয় ছিল কেবল সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে। ব্যবসায়ী দেওয়ান সমিরকে তিনি চেনেন না, এমনকি তারা বন্ধুও নন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আদালতে হাজির হয়ে বিচারকের অনুমতিক্রমে নিজ অবস্থান ব্যাখ্যা করেন মেঘনা আলম। এ সময় তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূত তাঁকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন এবং তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এমনকি বিয়েও হয় বলে আদালতে দাবি করেন তিনি।

এর আগে, ১৫ এপ্রিল ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল আলীম বাদী হয়ে মেঘনা, দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ২৯ মার্চ ধানমন্ডির একটি রেস্তোরাঁয় এক গোপন বৈঠকে অংশ নিয়ে একটি কূটনৈতিক ব্যক্তির (যার নাম এজাহারে উল্লেখ নেই) কাছে ৫ মিলিয়ন ডলার (প্রায় ৬০ কোটি টাকা) দাবি করা হয়। পরিকল্পনাটি ছিল প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের উদ্দেশ্যে, যা আন্তরাষ্ট্রীয় সম্পর্কের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

বিষয়টি নিয়ে মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, মেঘনা আদালতে স্পষ্টভাবে জানিয়েছেন, দেওয়ান সমিরকে তিনি চিনতেন না এবং এই মামলার ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

অন্যদিকে, ব্যবসায়ী দেওয়ান সমিরও দাবি করেন, তাঁকে মেঘনা আলমের ‘বয়ফ্রেন্ড’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা ভিত্তিহীন। তাঁর সঙ্গে মেঘনার কোনো সম্পর্ক নেই এবং তিনি মামলার ঘটনার কিছুই জানেন না।

এ মামলায় আদালত মডেল মেঘনাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পাশাপাশি দেওয়ান সমিরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

এর আগে ১১ এপ্রিল ভাটারা থানায় দায়ের করা আরেকটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হন দেওয়ান সমির। সেই মামলায়ও তাঁকে রিমান্ডে নেয় ডিবি পুলিশ।

অন্যদিকে, গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা থেকে মেঘনা আলমকে আটক করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ১০ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাঁকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য আটক রাখার আদেশ দেন আদালত।

মেঘনার আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তাঁর বাবা বদরুল আলম হাইকোর্টে রিট করেন। গত রোববার রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন এবং আটকাদেশের আইনগত বৈধতা নিয়ে ব্যাখ্যা চেয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’: সমালোচনার জবাবে মাহি

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’, সমালোচনার জবাবে অভিনেত্রী সামিরা খান মাহি এ কথা বলেন। সম্প্রতি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন...

জুয়ার বিজ্ঞাপন প্রচার, টিকটকার তোহা কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এ...

জনপ্রিয়

অপরাধ

৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-অলংকার কিনলেন মা, অতঃপর

টাঙ্গাইলের মধুপুরে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছেন এক মা। মাত্র ৪ মাস বয়সী নিজের সন্তানের মুখের দিকে না তাকিয়ে ৪০ হাজার টাকার বিনিময়ে তাকে...

কোচিং সেন্টারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত শিক্ষক কারাগারে

পঞ্চগড়ে কোচিং সেন্টারে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের...

৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-অলংকার কিনলেন মা, অতঃপর

টাঙ্গাইলের মধুপুরে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছেন এক মা। মাত্র ৪ মাস বয়সী নিজের সন্তানের মুখের দিকে না...

কোচিং সেন্টারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত শিক্ষক কারাগারে

পঞ্চগড়ে কোচিং সেন্টারে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক...

“মাথায় কাফনের কাপড় বেঁধে গণ-মিছিলে নামছে কারিগরি শিক্ষার্থীরা”

মাথায় কাফনের কাপড় বেঁধে ৬ দফা দাবিতে সারাদেশে গণমিছিল করার ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার...

দুপুরের মধ্যে বগুড়াসহ ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আজ দুপুরের মধ্যে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশ জুড়ে...