ভারতরে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে যেসব বক্তব্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন, তা সমর্থন করে না ভারত। এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এক প্রতবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এসব তথ্য জানিয়েছে।
গত সেমবার ঢাকা সফর থেকে ফিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে এসব কথা জানিয়েছেন তিনি। এসময় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়।
তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং দেশটির যে কোনও সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে ভারত সরকার বলেও জানিয়েছেন তিনি।