শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে জুলই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সারজিস বলেন, যে খুণি হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কীভাবে এই দেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে। আগে খুনি হাসিনাকে দেশে নিয়ে আসতে হবে এবং হাসিনা বিচারের মঞ্চ ও ফাঁসির মঞ্চে দাঁড়াবে।
তিনি বলেন, শেখ হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনও মানুষ বা কোনও রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কোনও নির্বাচন হবে না বলে জানিয়েছেন এনসিপির এই নেতা।